১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো - equiz4u

ভিয়েনা কংগ্রেসের ব্যবস্থা অনুসারে ফ্রান্সে আবারও বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল। বুরবোঁ রাজবংশের একজন প্রতিনিধি ছিলেন অষ্টাদশ লুই। তিনি ন্যাহ্য নীতি অনুসারে আবার ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন। কিন্তু তার রাজত্বকালে নানারকম বিরোধীদলের উৎপত্তি হয়। তবে তিনি আপোষমুখী নীতি অনুসরণ করে চলেন। যে সমস্ত রাজনৈতিক দল তার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল উগ্র রাজপন্থী, সংবিধানপন্থী, উদারপন্থী এবং চরমপন্থী দল নামে বিভিন্ন দলগুলি । ১৮১৫ সালের নির্বাচনে রাজতন্ত্রীরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় অষ্টাদশ লুই আইনসভা ভেঙে দেন। কারণ উগ্র রাজপন্থীরা তাদের প্রতিদ্বন্দ্বি উদারপন্থীদের হত্যা করতে শুরু করেছিলেন যা ফ্রান্সের ইতিহাসে 'শ্বেত সন্ত্রাস' নামে পরিচিত। 

মধ্যমপন্থীদের ক্ষমতায় আসা ঃ কিন্তু অচিরেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে মধ্যমপন্থীরা ক্ষমতায় আসেন। তাদের প্রধানমন্ত্রী হন রিশেল্যু। তিনি বেশ কয়েকটি সংস্কার প্রবর্তন করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেন, কিন্তু তিনি বেশিদিন টিকতে পারেননি। এরপর মন্ত্রী হন দে কাজে নামক একজন। লোভেল নামক এক ব্যক্তি ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকারী ডিউক-ডি-বেরীকে হত্যা করলে আবার নির্বাচন হয়। দে কাজের পতনের পর নির্বাচনে উগ্র রাজপন্থীদের জয়লাভ ঘটেছিল। তাদের নেতা ছিলেন ভিলীল। ভিলীল কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রবর্তন করেছিলেন। এগুলির মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা লোপ, ফ্রান্সে ধর্মনিরপেক্ষ ব্যবস্থার অবসান, বিশ্ববিদ্যালয়ে সভাপতির পদে বিশপ নিয়োগের ব্যবস্থা হয় ইত্যাদি। বিত্তশালী ব্যক্তিদের আরো বেশি করে ভোটের অধিকার দেওয়া হয়। ১৮২৪ খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই -এর মৃত্যুর পর রাজা হন অষ্টাদশ লুই-এর ভ্রাতা ডিউক অব আর্টোয়িস। তিনি 'দশম চার্লস' উপাধি নিয়ে সিংহাসনে আরোহন করেছিলেন। তখন ফ্রান্সের মন্ত্রিসভায় উগ্র রাজপন্থীদের প্রভাব ছিল। যাজক শ্রেণীও শক্তিশালী হতে শুরু করে। দশম চার্লস ভিলীলের সাহায্যে দেশত্যাগী অভিজাতদের সন্তুষ্ট করতে চেষ্টা করলে, তাদের যে সমস্ত ভূসম্পত্তি বিপ্লবের সময় বাজেয়াপ্ত করা হয়েছিল তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। প্রায় ১ লক্ষ ফ্রাঁ বিলিয়ন ক্ষতিপুরণ দিতে হয়েছিল। কিন্তু দশম চার্লস ভিতরে ভিতরে ভিলীল এবং তারপর ম্যার্তিগণ্যাককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে অবশেষে পলিগ ন্যাককে মন্ত্রিসভায় নিযুক্ত করলে রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে।  

উদার নীতি প্রবর্তন ঃ তিনি ধর্মযাজক ও অভিজাতদের হৃতগৌরব ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছিলেন। পলিগ ন্যাকের প্রতিক্রিয়াশীল নীতির অচিরেই পতন ঘটতে দেখা যায়। কারণ দশম চার্লস জুলাই অর্ডিন্যান্সের দ্বারা প্রতিক্রিয়াশীল নীতির পুনঃপ্রবর্তন করতে চেয়েছিলেন। জুলাই অর্ডিন্যান্স দ্বারা আইনসভাকে ভেঙে দেওয়া হয় এবং বিত্তবানদের ভোটের অধিকার বৃদ্ধি করা হয়। বুর্জোয়াদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়। নতুন নির্বাচনের দিন ঘোষণা হয়। জুলাই অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রজাতন্ত্রী এবং উদারপন্থীরা প্রতিবাদ জানাতে শুরু করলে প্যারিস শহরে বিদ্রোহ শুরু হয়। শেষ পর্যন্ত দশম চার্লসের পতন ঘটে এবং অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে আরোহণ করেন। দশম চার্লস ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভাও গঠিত হলো - ঊর্ধ্বকক্ষের নাম হল 'চেম্বার অফ পিয়ার্স' এবং নিম্নকক্ষের নাম 'চেম্বার অব ডেপুটিজ'। ফ্রান্সে এই ভাবেই জুলাই বিপ্লবের সূচনা হয়।

জুলাই বিপ্লব কি অনিবার্য ছিল ঃ কোন কোন ঐতিহাসিক এরূপ মন্তব্য করেছেন যে, ১৮৩০ সালের ফ্রান্সের জুলাই বিপ্লব পরিহার করা যেত। কারণ হিসাবে বলা হয়েছে যে, অষ্টাদশ লুই-এর মৃত্যু এই বিপ্লবকে অবশ্যম্ভাবী করেছিল। অষ্টাদশ লুই বিপ্লবের কিছু কিছু বিষয় যেমন ভূমি সংস্কার, নেপোলিয়নের আইন সংস্কার ইত্যাদি চালু রেখেছিলেন। দশম চার্লস এই নীতি পরিত্যাগ করেন এবং ইতিহাসের গতিকে অস্বীকার করেন। বুরবোঁ শাসনতন্ত্রের মধ্যে অর্থাৎ অষ্টাদশ লুই-এর শাসন ব্যবস্থায় দুটি দল প্রজাতন্ত্রী এবং উদারনৈতিক যথেষ্ট শক্তিশালী ছিল না। তারপর দশম চার্লস উচ্চশ্রেণীর বুর্জোয়াদের ভোটের অধিকার নাকচ করে তাদের সমর্থন হারান। এজন্য তারা বিদ্রোহীদের সঙ্গে যোগদান করেছিল। 

বিপ্লবের অনিবার্য সম্পর্কে বিরোধিতার ঃ অনেকের মতে ১৮৩০ সালের জুলাই বিপ্লব পরিহার করা যেত না। কারণ বুরবোঁ রাজবংশের শাসনতান্ত্রিক নীতি ছিল স্বর্গীয় অধিকার নীতি। তার সঙ্গে বিপ্লবের অন্যতম আদর্শ সাংবিধানিক রাজতন্ত্রের কোন সাদৃশ্য ছিল না। বুর্জোয়া শ্রেণী ছিল রাজনৈতিক সচেতন শ্রেণী। তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা অদূরদর্শিতার পরিচয়। অষ্টাদশ লুই প্রতিক্রিয়াশীল পরিবর্তনের কোনো চেষ্টা করেননি। তার মধ্যমপন্থা নীতির ব্যর্থতা অনিবার্য ছিল। সে কারণে ১৮৩০ সালের জুলাই বিপ্লব কে পরিহার করা যেত না। এরূপ পরিস্থিতিতে দশম চার্লসের প্রতিক্রিয়াশীল নীতি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল। 

👉গুরুত্ব ও ফলাফল ঃ বিপ্লবের প্রকৃতি যাইহোক, জুলাই বিপ্লব ফ্রান্স তথা ইউরোপের ক্ষেত্রে সুদুরপ্রসারী প্রতিক্রিয়া সৃষ্টি করে। কোন কোন ঐতিহাসিক এই বিপ্লবকে প্রকৃত বিপ্লব বলে মনে করেন না। আবার এই বিপ্লবকে অনেকে রক্ষণশীল বিপ্লব বলে মনে করেছেন। জুলাই বিপ্লবের ফলে কোন মৌলিক পরিবর্তন হয়নি। এজন্য ১৮৪৮ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সে আবার বিপ্লব ঘটেছিল। 

         তবে জুলাই বিপ্লব একেবারে নিরর্থক ছিল না। কারণ এই বিপ্লব কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করেছিল।

প্রথমত, এই বিপ্লবের ফলে লুই ফিলিপ রাজা হন। তিনি সংবিধান মেনে শাসন করার প্রতিশ্রুতি দেন। লুই ফিলিপ ছিলেন অর্লিয়েন্স বংশের লোক। এজন্য তিনি পার্লামেন্ট এবং সংসদের দ্বারা সিংহাসনে বসেন এবং সম্পূর্ণভাবে সংসদের নিয়ন্ত্রণে চলে যান। রাজার বিশেষ ক্ষমতাও লোপ করা হয়।

দ্বিতীয়ত, জুলাই বিপ্লব উগ্র রাজপন্থীদের পতন ঘটায়। যাজক শ্রেণীর প্রাধান্য পুনঃস্থাপনের চেষ্টা ব্যর্থ হয়। সামন্তপ্রথাও বিদায় নিয়েছিল। অর্থাৎ সংক্ষেপে দশম চার্লসের স্বৈরাচারী শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ হয়। গর্ডন ক্রেইম-এর ভাষায় দশম চার্লসের স্বৈরাচার পুনঃস্থাপনের প্রচেষ্টাকে জুলাই বিপ্লব ধ্বংস করে দেয়।

তৃতীয়ত, এই বিপ্লবের ফলে জাতীয়তাবাদী ও উদারনৈতিক চিন্তাধারার ক্রমবিকাশ ঘটে। ইংল্যান্ড, হল্যান্ড, সুইজারল্যান্ড প্রভৃতি অঞ্চলে উদারনীতি শাসনতন্ত্রে প্রভাব ফেলেছিল। হল্যান্ড থেকে বেলজিয়াম বেরিয়ে আসে এবং তার ফলে জাতীয়তাবাদী আদর্শের জয় লাভ হয়। তবে ১৮৪৮ সালে এই আদর্শের প্রকোপ অনেক বেশি ছিল।

উপসংহার ঃ সবশেষে এ কথা বলা যায় যে জুলাই বিপ্লব প্রকৃতপক্ষে ধনী বুর্জোয়াদের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। এজন্য অচিরেই ফ্রান্সের শিল্পের অগ্রগতি লক্ষ্য করা যায়। সাধারণ লোকের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। হাটে-মাঠে সর্বত্র সাধারণ লোকে যে ক্রমশ সচেতন হয়ে উঠেছিল তার প্রমাণ পাওয়া যায়। এই সময় সমাজতান্ত্রিক চিন্তা ধারার প্রসার লক্ষ্য করা যায় এবং সেন্ট সাইমনের মতবাদ জনপ্রিয় হয়ে ওঠে। 

আরও পড়ুন ঃ

(১) ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো।

(২) ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 

(৩) মেটারনিখ ব্যবস্থা ও তার বৈশিষ্ট্য আলোচনা করো। 

(৪) ১৮৪৮ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয় কেন। 

equiz4u


Post a Comment

0 Comments