পেশোয়া তন্ত্রের উদ্ভব কীভাবে হয়েছিল? How the Peshwa Tantra originated

প্রশ্নঃ পেশোয়া তন্ত্রের উদ্ভব কীভাবে হয়েছিল ?

উত্তরঃ মুঘল সাম্রাজ্যের ধ্বংসের পর সেই ধ্বংসস্তূপের ওপর যে সকল  আঞ্চলিক শক্তির উদ্ভব ঘটেছিল , সেগুলোর মধ্যে মারাঠা- শক্তিকে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বলে বিবেচনা করা হয়। মারাঠা বীর ছত্রপতি শিবাজী বিচ্ছিন্ন মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করে যে মারাঠা রাজ্যের  সৃষ্টি করতে চেয়েছিলেন, তাঁর মৃত্যুর পর প্রায় ক্রমেই তা বিনষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আবার কিছু সময় পর  মারাঠা শক্তি পুনর্জীবিত হয়েছিল এবং এই উত্থানের প্রধান নায়ক ছিলেন তৎকালীন কয়েকজন প্রধানমন্ত্রী বা পেশোয়া। শিবাজীর সময় এই 'পেশোয়া ' পদ থাকলেও তা ছিল মূলত শিবাজী ছত্রপতির ছত্রছায়ায় ঢাকা। ছত্রপতি শিবাজীর মৃত্যুর পর মারাঠা রাষ্ট্রসঙ্ঘের যে ভাঙন ঘটেছিল, আপন আত্মত্যাগ, প্রেরণা ও কর্মদক্ষতার দ্বারা কয়েকজন পেশোয়া সেই ভাঙনকে  আবার সজীব ও সচল করে তোলে। ক্রমে মারাঠা রাষ্ট্রসঙ্ঘে পেশোয়াদের প্রাধান্য বাড়তে থাকে এবং তারাই প্রধান চালক হিসেবেপরিণত হন। রাজা তাদের আড়ালেই থেকে যান। এই ভাবে মারাঠা রাষ্ট্রসঙ্ঘে পেশোয়াদের প্রাধান্য বিস্তার লাভ করে ও 'পেশোয়া তন্ত্রের ' উদ্ভব হয়। মারাঠা ইতিহাসে এই যুগ পেশোয়াদের যুগ নামে পরিচিত।



equiz4u

E-quiz4u

Post a Comment

0 Comments