আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল ꘡ When was the treaty of alinagar between whom?

প্রশ্ন ঃ আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 

উত্তর --  বিভিন্ন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তৎকালীন বাংলার নবাব সিরাজ- উদ- দৌল্লার বিরোধ বেধেছিল। সিরাজের ফোর্ট উইলিয়াম দখল করার জন্য সেই তিক্ততা প্রত্যক্ষ সংগ্রামের দিকে অগ্রসর হতে থাকে। এরপর মাদ্রাজের ইংরেজ কাউন্সিলের  নির্দেশে অ্যাডমিরাল ওয়াটসন ও রবার্ট ক্লাইভ তাদের সৈন্যসহ একটি নৌবহর নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন । সিরাজের অনুপস্থিতির জন্য অতি সহজেই ইংরেজরা কলিকাতা পুনরুদ্ধার করে নেয়। এই খবর সিরাজের কানে যেতেই তিনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন এবং "আলিনগরের সন্ধি  " (১৭৫৭ খ্রি: ,৯ ই ফেব্রুয়ারি স্বাক্ষরে বাধ্য হন। সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজদের সমস্ত কথা সিরাজকে মেনে নিতে হয়। 



E-Quiz 4 u 

equiz4u 

Post a Comment

0 Comments