সিন্ধু সভ্যতার পতনের কারণ গুলি কি কি?

সিন্ধু সভ্যতার পতনের কারণ ঃ

সিন্ধু সভ্যতার পতনের পিছনে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন। এগুলির মধ্যে অভ্যন্তরীণ অবক্ষয়, প্রাকৃতিক বিপর্যয় (বন্যা, ক্ষরা) থেকে শুরু করে বৈদেশিক আক্রমণ সবকিছুই আছে।  একে একে এগুলি নিচে আলোচনা করা হলো - 

          (১) প্রাকৃতিক ভারসাম্যহীনতাকে অনেকে হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসাবে গণ্য করেছেন। জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের মধ্যে ভারসাম্যের অভাবের জন্য এই সভ্যতার পতন ঘটে বলে কিছু ঐতিহাসিক মনে করেন। 

          (২) ঐতিহাসিক হুইলার বলেছেন যে, নগরের বিস্তারের জন্য নির্বিচারে বৃক্ষ ছেদনের ফলে বৃষ্টিপাত হ্রাস পায় এবং মরুভূমির সৃষ্টি হয় ফলে কৃষিব্যবস্থা ধ্বংস হয়ে যায়। 

          (৩) কিছু কিছু ঐতিহাসিক মনে করেন যে, ভয়াবহ ভূমিকম্পের ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল। ঐতিহাসিক রাইকস, ম্যাকে প্রমুখ মনে করেন যে, সিন্ধু নদীর বন্যার ফলে এই সভ্যতার পতন হয়। 

          (৪) সম্প্রতি মনে করা হয়, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন এবং সরস্বতী নদীর শুকিয়ে যাওয়া সিন্ধুবাসীর নাগরিক জীবনের ওপর আঘাত হানে, যা এই সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

          (৫) ঐতিহাসিক চাইল্ড মনে করেন যে, আর্য জাতির আক্রমণ ছিল এই সভ্যতা ধ্বংসের অন্যতম প্রধান কারণ। 

উপসংহার ঃ উল্লিখিত কারণগুলির নিরিখে একথা বলা যায় যে, সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন অভিমতগুলির সবগুলিই পুরোপুরিভাবে সঠিক ছিল না, তাই কোনো একটি কারণকে সিন্ধু সভ্যতার পতনের কারণের জন্য দায়ী করা যায় না। তবে একথা অবশ্যই বলা যেতে পারে যে, কালের নিয়মে সিন্ধু সভ্যতার যেমন উত্থান ঘটেছিল তেমনি তার পতন ঘটেছিল।


আরও পড়ুন ঃ

(১) সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য গুলি কি কি 

(২) মেহেরগড় সভ্যতার পরিচয় দাও 

Equiz4u

equiz4u

আশাকরি এই লেখাটির মাধ্যমে আপনাকে একটু সমৃদ্ধ করতে পেরেছি। শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

Post a Comment

0 Comments