মৌসুমি বিস্ফোরণ কী ? Burst of Monsoon . equiz4u

 প্রশ্ন ঃ মৌসুমি বিস্ফোরণ কী ? 


উত্তর ঃ প্রতিবছর মে মাস নাগাদ উত্তর পশ্চিম ভারতে এক গভীর নিন্মচাপের সৃষ্টি হয় । এই নিন্মচাপের টানে ভারত মহাসাগরের উচ্চচাপযুক্ত এলাকা থেকে আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় ভাগ হয়ে দক্ষিণ-পশ্চিম দিক থেকে ভারতে আসে । এই নব আগত বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নামে পরিচিত । এই বায়ু ভারতে প্রবেশ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটিয়ে ভারতে বর্ষাকালের সূচনা করে । এই ঘটনাকে ভারতে মৌসুমি বিস্ফোরণ বলে । ইংরাজিতে একে বলা হয় 'Burst of Monsoon' .

E-Quiz4u

equiz4u

E-quiz 4 u 

Post a Comment

0 Comments