আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ꘡ Where was the original home of the Aryans

প্রশ্ন ঃ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ? 

উত্তর ঃ  

সিন্ধু সভ্যতা ধ্বংসের পর বেদকে ভিত্তি করে গড়ে ওঠে বৈদিক সভ্যতা। এই সভ্যতার স্রষ্টারা 'আর্য' নামে  পরিচিত। সংস্কৃত শব্দে 'আর্য' কথার অর্থ হল সৎবংশজাত বা অভিজাত মানুষ। ম্যাক্সমুলার -এর  মতানুযায়ী, বৈজ্ঞানিক অর্থে 'আর্য' শব্দটি কোন ভাবেই জাতিগত অর্থে ব্যবহার হতে পারেনা। 'আর্য' হল একটি ভাষাগত ধারণা। 

আর্যদের আদি বাসস্থান :

          আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, সে সম্পর্কে পন্ডিতমহলে বিতর্ক আছে। কিছু ঐতিহাসিক মনে করেন, ভারতবর্ষই ছিল আর্যদের আদি বাসস্থান। আবার কিছু ঐতিহাসিক মনে করেন, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা, স্ক্যান্ডিনেভিয়া ও উত্তর মেরু অঞ্চলে আর্যদের আদি বাসস্থান ছিল। 

বিভিন্ন মতবাদ :

১. পন্ডিত গঙ্গানাথ ঝা, পন্ডিত লক্ষীধর শাস্ত্রী, পুসলকার, ডি এস ত্রিবেদী, বি বি লাল প্রমুখের মতে, মুলতান অন্তর্গত দেবিকা নদীর তীরবর্তী অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। 

২. কাল্লা-এর মতে কাশ্মীর ও হিমালয়ের উত্তর-পশ্চিমের তরাই অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। 

৩. পন্ডিত এ সি দাস-এর মতে আর্যদের আদি বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল। অর্থাৎ সিন্ধু নদী ও তার উপনদী সমূহ অঞ্চলে আর্যরা বসবাস করত। 

           উপরিউক্ত মতবাদের ভিত্তিতে বলা যায় যে, আর্যরা ছিল ভারতীয় অর্থাৎ আর্যদের আদি বাসস্থান ছিল ভারতবর্ষ। 

৪. ঐতিহাসিক বি জি তিলক-এর মতে আর্যরা আন্টার্কটিকা / সুমেরু অঞ্চলে বসবাস করত। 

৫. ঐতিহাসিক ম্যাক্সমুলার-এর মতে আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। 

৬. বলকান উপদ্বীপ বা দক্ষিণ-পূর্ব ইউরোপ  ছিল আর্যদের আদি বাসস্থান যার সমর্থক অধ্যাপক পি গাইলস্ (Giles)। 

৭. অধ্যাপক হার্ট বলেছেন ভিস্টুলা নদীর অববাহিকা ছিল আর্যদের আদি বাসস্থান। 

৮. অধ্যাপক ব্রান্ডেনস্টাইন প্রাচীন আর্য ভাষাতত্ত্বের আলোচনা করে বলেন যে, আর্যরা সাইবেরিয়ার দক্ষিণে কিরঘিজ স্তেপি অঞ্চলে বসবাস করত। এই স্থান থেকে আর্যদের একটি শাখা পশ্চিমে চলে আসে। পরে এই শাখাটি দু'ভাগে বিভক্ত হয়। একটি ভাগ ইরানে যায় এবং অপরটি ভারতে প্রবেশ করে। 

          উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, 'আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?' -এ প্রশ্নের সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। তবে ব্রান্ডেনস্টাইন  প্রদত্ত মতবাদ এখনো পর্যন্ত সর্বাধিক সমর্থিত মতবাদ। 

equiz4u 

Post a Comment

0 Comments